জল তার স্ফটিকস্বচ্ছ পান্নাসবুজ
সোনারঙা উজ্জ্বল বেলাভূমি
চন্দ্রভাগা এখনো এক ব্যতিক্রমী
তার নির্মল শরীরে আজও
দূষণকালিমা স্পর্শ করে নি এতটুকুও,
দেখলে মন ভরে যায় প্রশান্তিতে!
কি অদ্ভুত বৈপরীত্য না!
নষ্ট করার বিকৃত কামনায়
কোন সুন্দরকেই আর অবিকৃত রাখি নি!
অথচ, হা-হুতাশ করে চলেছি-
চারপাশ বীভৎস, কুৎসিত হয়ে উঠছে বলে!