ছোটোদের যেমন চাওয়ার আছে,
বড়োরা বোঝেনা-
বুড়োদেরও যে, চাওয়া ফুরিয়ে যায়নি
সেটাও, তাদের বোঝানো যায় না

পাখা তৈরি হয় নি যার
সহায়তা তার অধিকার-
তবে,  
তৈরি পাখনাটাই ভেঙে গেছে যার,
তৈরি করার কাজে-
তার জন্যে কেই বা; আজ বসে আছে?

শুধু মন বসে নেই
সোনা রঙা আনন্দ ভ্রমণ তার, শরৎ এলেই-

ঠেলাঠেলির বোঝা আজ, ভাগাভাগির কাঁধে
বোঝা শুধু সঙ্গ খোঁজে; দায়সারা কর্তব্যের মাঝে