নিজের ছেলে বউকে ত্যাগ করা তো সহজ কথা নয়!
তবু, সেটা করেই ন্যায়ের পক্ষ নিয়েছিল বিভীষণ
অথচ, সারাটা জীবন লোকে তাকে-
বিশ্বাসঘাতকই বলে গেল!
ভালো কাজ করেও ঘরে বাইরে কারো কাছেই
আর সে, বিশ্বস্ত থাকতে পারলো না
আসলে, বিশ্বাস জিনিসটাই এমন!
একবার ভেঙে গেলে- আর, তাকে জোড়া দেওয়া যায় না!
ও তোমরা যে যাই বল বাপু!
এখন থেকে আমি বিশুদ্ধ ভেজিটেরিয়ান-