আকাশ-বাতাস-আলো
কেউ নেইকো ভালো।
মাটি আর জল
বিষে টলটল।
পাঁচজনাতেই - জীবের নির্মাণ
তাদের কোলেই হয় অবসান।
শ্রেষ্ঠ মোরা জীবকূলের
করি শাসন এই জগতের।
স্বার্থমগন- অসচেতন
অপরিণামদর্শী –মানুষজন
ঢালছে বিষ পরিবেশে।    
ভাবে না, আগামী- চলবে কিসে?
বাসযোগ্য রবে না ধরা
যদি চলে এমনধারা।
    তাই-  
এসো সবে- বিশ্বটারে করি একটু যত্ন
ভাবো একটু,আগামী প্রজন্মের জন্য।