এমন আপাদমস্তক বৈধব্যের সাদায়
এমন করে সবটুকু ধুয়ে মুছে নিঃশেষ করে
সে যে আমার সামনে হাজির হবে কোনদিন!
দুঃস্বপ্নেও ভাবিনি!
ক্ষয়িষ্ণু চাঁদের মতো
ওইতো, ওইটুকু একফালি নরম সবুজ শরীর, তার
কতক্ষণ যুঝতে পারে আর!
উন্মত্ত হার্মাদ জলদস্যুর সমবেত মুহুর্মুহু আক্রমণের সামনে!
ডুবে গেল তাই
তলিয়ে গেল সে
শুধু, নারকেল গাছের শেষ পাতাটি জেগে থাকে,
জেগে থাকে কেবল প্রাণের অবশেষ চিহ্নটুকু
আর সেখান থেকেই ঘুরে দাঁড়ানো, আবার
জীবনের সমস্ত “না” গুলোকে প্রাণপণে সরিয়ে
“হ্যাঁ” বলার অপেক্ষায়
হ্যাঁ, আবার সে উঠবে
জেগে উঠবে আবার; জলতলের গভীর থেকে
সব ওলটপালটগুলোকে গুছিয়ে নিয়ে,
সবুজে সবুজে সাজিয়ে নেবে নিজেকে
আবার সে হবে আগের মতো; অপরূপা সুন্দরী মোহময়ী কেরালা...