চন্দ্রমল্লিকার রমরমা এখন,
প্রাসঙ্গিকতা হারিয়েছে শরতের রানী, শিউলি  
শরৎ বিদায়ের সঙ্গে সঙ্গে-

ঋতু বদলের  
নতুন নতুন মরশুম
আর,
মরশুমী প্রসঙ্গ পাল্টে যায়, চর্চায়
শিউলি থেকে চন্দ্রমল্লিকায়-    

প্রতিটা সাদর আমন্ত্রণের অন্তরালে
পরিত্যাগের এমন নির্মম নিষ্ঠুর প্রত্যাখ্যান
সহজ নিয়মের কি সরল সমীকরণ!

এক কালের ভরাট জীবন এখন  
শুনশান বিস্মৃতপ্রায়
ভাঙনের পাড়ে দাঁড়িয়ে সঙ্গহীন, অসহায়

তবু,  
বিলাপ কোনো উত্তর হতে পারে না; প্রত্যাখ্যানের