রডোডেনড্রন বললেই, সবচেয়ে উঁচু পাহাড়ের মাথা
সাহস হয় নি কোন কালে
সমতল থেকে অত উঁচুতে পা রাখার!
আসলে আড়ষ্ট ভাবটা সবসময়; সঙ্গ দেয় আমায়
ছায়ার মতো-
কেন্দ্র অভিমুখী বলটা কাজ করে যায় সর্বদা
সারা শরীর আর মন জুড়ে-
কুঁকড়ে থাকি তাই,
নিজেরই হাতে গড়া বৃত্তের কেন্দ্রে
তাও, তুমি এসেছিলে নেমে!হয়তো সঙ্গে থাকবে বলে
তবুও, আমার সাত-পাঁচ ভাবনা আটকে দিল আমায়
সাহস করে, পারলাম না হাত বাড়াতে
পারলাম না কাছে ধরে রাখতে...
একটা জবাগাছ পুঁতেছি- উঠোনে
গায়ে তার হাত বুলোই আর, একটা পেলব স্পর্শে
আমার উঠোন রাঙা হয়ে ওঠে রডোডেনড্রনে!