(কবিতার প্রথম লাইনটা প্রিয় কবি সায়ন্তের কাছ থেকে পাওয়া।
তাই, এই কবিতাটা তাঁকেই উৎসর্গ করলাম।)
শীত তো চলে যাবে...
গায়ের চাদরটাকেও আর গায়ে রাখতে পারবো না
তবু, বেশ ছিলাম ক’দিন একসাথে!
নরম উত্তাপ মেখে
বুকের কাছাকাছি
তবু, হায়! ছেড়ে দিতে হয়...
শাখার ডগা থেকে
যে পাতাটা, এক্ষুনি ঝরে পড়লো মাটিতে
তারাও তো ছিল
মাখামাখি করে; পরস্পরে
আঁকড়ে ধরে
তবু, হায়! ছেড়ে দিতে হয়...
শুধু, শাখা হ’তে
দেহ রস গড়িয়ে পড়ে মাটির বুকে... ঝরা পাতার ওপর
গা হ’তে খসে পড়ে চাদর
হাত দুটো তবু, বাড়িয়ে দিয়ে হাত...
নুয়ে পড়ে শাখা; প্রাণপণে...ধরে রাখার শেষ প্রচেষ্টায়
তবু, হায়! ছেড়ে দিতেই হয়...