মুহূর্ত ধরবো বলে
ক্যামেরা বন্দী করলাম;
ঘটমান বর্তমান কেমন বিগত অতীত হয়ে গেল, চোখের সামনেই-
অ্যালবাম আদতে এমনই এক বিদায় সংবর্ধনা
যতবার তার পাতা উল্টিয়ে দেখতে বসেছি
ততবারই চোখের সামনে ভেসে উঠেছে-
প্ল্যাটফর্মের মায়া ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া
এক অনিচ্ছুক ট্রেন-
আর...
পায়ে পায়ে সি-অফ করতে আসা; ঝাপসা প্রিয়মুখ