পৌনঃপুনিকের ভাগফল মেলানোর
নিরন্তর নিরর্থক পরিশ্রম!
প্রাপ্তির ঘরে প্রতিবারই; অপ্রাপ্তির একই অবশেষ-
ক্লান্তিহীন প্রয়াস জারি তবুও!
যদিও পাশাপাশি সহ অবস্থানে
তবুও দুজনের মধ্যে স্পষ্ট বিভাজনরেখা
হবে নাই বা কেন?
স্থিতধী ঘড়ির কাঁটার নির্ভুল সময় অবস্থান
আর, অস্থিরমতি পেন্ডুলামের অনবরত এদিক থেকে ওদিক
ফলত যেটা হবার; বিচ্ছেদ ঘটে গেল একদিন
প্রেমের অতীত; বিচ্ছেদ
বিচ্ছেদে প্রেম খুঁজে মরি বর্তমানে