বিবর্তনের লম্বা পথ;
লেজ রইলো না
বদলে গেলো কতো কি
হারিয়ে গেলো আরো অনেক কিছু...
উইপোকা অবিকল একই
অগণিত উইঢিপি নিয়ে...
বিবর্তনের লম্বা পথ;
বিনিময়ের বদলে
এলো অর্থ।
অর্থের বিনিময়ে প্রগতি
প্রগতির রথ মহাকাশে পাড়ি দেয় স্বচ্ছন্দে
স্বাচ্ছন্দ্য অর্থহীন অর্থবিহীনের কাছে।
বিবর্তনের লম্বা পথ;
নারী-পুরুষ
দুজনায়
স্বাধীন নয়;
পরের ইচ্ছায়
পরের অধীন।