মিক্সি নয়; শিল নোড়ায় মশলা বাটা চলছে
ঘরটা ম ম করছে বাটা মশলার গন্ধে...
অনিচ্ছেটা উবে যায় এক নিমিষে-
কলাপাতার বুকে গরম গরম ডাল ভাত
আঘ্রাণেই; খিদেটা দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের মতো
অন্যদিনের মতো
আজ আর আমায় ডেকে ডেকে হন্যে হতে হবে না
হাত ধুয়ে বসে আছি কখন থেকে; ভাত বাড়ার অপেক্ষায়-