সামান্য জীবাণু
তবু সেই কিনা  
জীবনটা একেবারে ঝালাপালা করে দিল!

কোন দাওয়াই আর কাজে লাগছে না
গুলি-বন্দুক, তীর-ধনুক  
এমনকি বিধ্বংসী পারমানবিক অস্ত্রটাও

প্রতিপক্ষ
প্রবল পরাক্রমশালী হলে, যেটা করার
আক্রমণ নয়,
সময় এখন, শুধু ঢালের আত্মরক্ষার-    

নাকমুখ ঢেকে
মাস্ক পরে বসে আছি,
বন্দোবস্তটা বেশ ভালই
নিরাপদ বেশ-

মুখবন্ধ বোবার শত্তুর থাকে না কক্ষনো
অজাতশত্রু যে সে, চিরকালেই-