নিষ্প্রাণ পিচমোড়া রাস্তার ধারে
প্রাণহীন নির্জীব উঁচু এক খুঁটির মতো দাঁড়িয়ে-
ক’দিন আগেও চোখ পড়েনি
গাছটার দিকে-
শীতপোশাকে মোড়া, আগাগোড়া
জবুথবু তোমার শরীর যেমন, আকর্ষণহীন
তাকাতেও ইচ্ছে করে না আমার
হাওয়া
উল্টো বইতে শুরু করলো বুঝি আজ, এতদিনে
ধূসর কনকনে উত্তর নয়
উত্তর এলো, সুবেশা সুরেলা মৃদুমন্দ দক্ষিণ হয়ে-
শীতভয় কাটিয়ে,
চেনা ন্যাড়া গাছটা সেজেছে আজ, টকটকে সিঁদুররঙা লালে-
শীতপোশাকের বিচ্ছিরি খোলসটা ফেলে
অনেকদিন পর,
সুতির শাড়িতে তুমি আজ, অন্যরকম
চেনা কেমন অচেনা
অজানা মোহময় হয়ে উঠল, বসন্তছোঁয়ায়!
অনেকদিন পর-