( ছন্দের অনুপ্রেরণায় বারবার যার কাছে যাই, সেই প্রিয় কবি রহমান মুজিবকে জানাই  আন্তরিক কৃতজ্ঞতা।  এবারেও  অনুপ্রেরণা তাঁরই  কবিতা  -“ বেজে ওঠে সুর।” )


মেঘেদের জমায়েতে দুপুর আঁধার      
কল  কল  কলরব ধারা  বরষার।      

ফাঁকা ঘরে গোল করে ছেলেদের দল    
খোলা চালে জল পড়ে কল কল কল
কোলা ব্যাঙে গান গায় ঘ্যাঙর ঘ্যাঙর।

পাড় ভেঙে মাটি পড়ে ঝুপ ঝুপ ঝুপ
এক ঠ্যাঙে কালো বক একেবারে চুপ
পথ ভুলে শোল মাছ ডাঙার উপর।

জাল ফেলে ধরে মাছ যতীনের বাপ
ভূয়ে থেকে খুঁটে নেয় খপ খপ খপ
ঘন ঘন বাজ পড়ে কড় কড় কড়।

একপাল সাদা হাঁস হাঁটছে উঠানে
প্যাঁক প্যাঁক চলে সব খোঁয়াড়ের পানে  
কালো মেয়ে ছেলে কোলে ঘরের ভিতর।