একত্রিশে ডিসেম্বর এগারোটা ঊনষাট  
সিডনি থেকে নিউ ইয়র্ক
কাউন্ট ডাউন শুরু
দশ-নয়-আট-সাত...
ধৈর্যের লম্বা পরীক্ষা
সময় নাকি চলমান?
তাও, ঘড়ির কাঁটা দাঁড়িয়ে আছে যেন!
নড়তেই চায় না
আরে বাপু, মেয়াদ শেষ হয়ে গেছে
এবার যাও দিকিনি।
সেলিব্রেট করবো নতুনকে
তর সইছে না আর!

-“চোখের কোণে
জলের ক্ষরণ শুরু হয়ে গিয়েছে  
বিদায় বেলায় আর একটু  
আর একটু, সময় চেয়ে নিচ্ছি...  
ফোঁটা ভর্তি না হলে
গড়িয়ে পড়ে না যে!”