( শুভ জন্মদিনে শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুলের প্রতি উৎসর্গ করলাম আমার এই রচনাটি )
বসন্ত আসেনি এখনও
জড়ত্বে ত্রস্ত চরাচর
ওমের খোঁজে শীতের আলসেমি
মঞ্জরীর উন্মেষ দূর অস্ত
পূর্ণপত্রও বৃন্তচ্যুত হয়ে পড়ে জড়তায়
অঙ্কুরোদয়ের অনুকূল পরিবেশের অপেক্ষায় একটা লম্বা শীতঘুম;
স্রোতের বিপরীতে বেয়ে চলার সংকল্প
হেলায় সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা
উঁকি দেয় দৃপ্ত স্পর্ধায়
অবাধ্য এক ছোট্ট কুঁড়ি
এসো...
সাদরে তোমায় বরণ করি।