ল্যাম্পপোস্টের আলো
শুধু, রাস্তার জন্যেই বরাদ্দ।
তবে সে, জানালার ফাঁক পেলেই
টুক করে ঢুকে পড়ে সটান; গল্পের অছিলায়
পরকীয়া প্রেমের মতো।
একটা বাড়তি পাওনায় মন ভরে যায়!
আচ্ছা, জীবনে বরাদ্দের পরিমাণ ঠিক কতটা?
কতটা খালি থাকলে ব্যর্থ
আর, কতটা ভরে গেলে উপুচুপু... বাড়তি!
বুঝতে পারি না;
তবে, আঁজলা ভরে গেলে, বাড়তি এক ফোঁটাও ধরে রাখা যায় না যে!
হয়তো, জীবন ততটুকুই দেয়, যতটুকু পাওয়ার!
হিসেব মেলাতে পারি না;
ভোর হয়ে আসে
দিনের আলোয় ফিরে গিয়ে মুখ লুকোয় লাস্যময়ী পোস্টের আলো
চোখ বুজে আসে ঘুমে...