কোথাও কম কিংবা বেশি নয়;
ঘরবাড়ি, মাঠঘাট, নদীনালা, গাছপালার গায়
পরম মমতায়
জ্যোৎস্নার হাত স্নেহ বিলিয়ে যায়; অকাতরে, সমান আদরে...
স্নেহ তবু, উদার-সার্বজনীন নয়
জ্যোৎস্নার মতোন;
স্পর্শে তার; তারতম্য কিছুটা, সবসময়!
কখনও মেঘেদের অনাবশ্যক বিরামহীন বৃষ্টিপাতে
কখনও বা, বৃষ্টিহীন নিঃস্ব বৃষ্টিচ্ছায়ায়
অহেতুক আদরমেখে; কিংবা উদাসীন, মায়া-মমতাহীন, নির্লিপ্ত অনাদরে