অনুভূতিগুলো অক্ষর ছুঁয়েছিল
আর, অক্ষরগুলো তোমার চোখের কোল
তারপর থেকে বালিশের নিচেই তার, চার ভাঁজ হয়ে পড়ে থাকা
সে অনেককাল আগের কথা;
তখন কবিতা মানে শুধু, ছাপাখানার লম্বা পথ পেরিয়ে-
আজ অবশ্য দিন বদলেছে;
কবিতা এখন আঙুলের ছোঁয়ায়; যখন তখন
তবু, হলদেটে হয়ে যাওয়া বিবর্ণ অক্ষরগুলো
মুঠোফোনের পর্দায় ভাসত না
দেখতে পেত না আলোর মুখ
হাঁটতেও পারত না রাজপথে- কবিতা হয়ে!
পাশে না থাকলে বাংলা কবিতা ডট কম; এমন করে
এসো কবি, এসো পাঠক, এসো সব্বাই
বাংলা কবিতা ডট কমকে প্রণাম জানাই।