জালের মধ্যে আটকে পড়া মাছটা
একটু স্বাধীনতার জন্য কি ছটফটটাই না করছে!
অথচ, পুকুরের সীমার মধ্যেই তো সে বন্দী ছিল!
আসলে আমরা সবাই তো নিজের সীমানার মধ্যেই! ঘরের সীমানা যেমন চারটে দেওয়াল
তবু, জানালার ওপারে পথের জন্যে ছটফট করে ওঠে মনটা...
বেরোই আর না বেরোই, জানালাটা খুলতে না পারলেই
নিজের ঘরটাই কেমন যেন জেলখানা!
মনটা হু হু করে ওঠে একটুকরো স্বাধীনতার জন্যে!