স্বয়ম্বর সভার আয়োজন; এক ঐতিহাসিক অর্জন, স্বাধীনতার
ছল-বল-কৌশল, প্রত্যেকটাই ধারালো অস্ত্র; ছিনিয়ে নেওয়ার

জয় করার জন্যে শরীর কেড়েছি যত
ঘৃণা কুড়িয়ে কুড়িয়ে হারিয়েছি মন    
তার চেয়ে অনেক অনেক বেশি-    
হারাতে হারাতে আজ আমি নিঃস্ব; প্রেমস্পর্শহীন মরুভূমির মতো নিঃসঙ্গ, একা  

প্রশস্তিতে ভরিয়ে ভরিয়ে বন্দনা গান, তোমার নামে-    
মন জয় করার চিরচেনা দুরভিসন্ধি!
না, কোন স্তুতি গাইতে আসি নি আজ তোমার,  
ওতে প্রলোভনের হাতছানি যে বড়ো; বড়ো ফাঁকি। কেবলই শূন্য    
আর শূন্যে! আর যাই হোক, নির্ভরতার ঘর বাঁধা যায় না

তার চেয়ে বরং
চেষ্টা করি হারানো বিশ্বাস, পুনর্নির্মাণের  
ফিরে পেতে চেষ্টা করি, সত্যিকারের আস্থা অর্জনের

তারপর
সমান্তরাল দুটো রেল লাইনের মতো
সম্পর্কের বিশ্বস্ত বাঁধনে পাশাপাশি; আদিগন্ত হেঁটে যাবো, পরস্পর  

ও নারী,
প্রিয় বন্ধু আমার
সাথে নেবে তো আমায়-