দিগন্তরেখায় ঈশানী মেঘের উঁকি ঝুঁকি
আসন্ন সমূহ বিপর্যয়ের অশুভ আশঙ্কা    
ক্ষরণে ক্ষরণে রক্তরাঙা হয়ে ওঠে আকাশ-শরীর  


মজবুত দেওয়ালেরও বর্ম ভেদ করে
বেড়ে ওঠে পরগাছার শিকড়

মোহনার মিলন অভিমুখী মন্থর গৃহস্থ স্রোত
মুখ ঘুরিয়ে বড়ো অভিমানে
ব-দ্বীপ গড়ে একা... বিরহের অন্তরাল নির্জনে