প্রাকৃতিক কারণেই, বাবার সঙ্গে আমার
কোনো নাড়ির যোগ ছিল না কোন কালে
তবু, রক্তকণায় টের পাই তাঁর অবিরাম উপস্থিতি।
শুধু, রক্ত মাংস তো নই আমি!
ক্লান্তিরা যখন এসে ভিড় করে সারা শরীর আর মন জুড়ে
বাবার কাঁধে মাথাটা রাখলেই;
কেমন উড়ে যায় তারা এক নিমেষেই!
পৃথিবীর সবচেয়ে শক্ত কাজটা
যেটা করতে গিয়ে সব্বাই ডাহা ফেল করে যায়
আমি জানি,
একমাত্র আমার বাবাই করতে পারে সেটা
একমাত্র আমারই মন রাখার জন্যে-