ঘরে বিষধর কেউটে ঢুকলে, সব্বাইকে নিয়েও... পেছোতেই হয়!
তবু, দেওয়ালের পরে তো আর পেছোনো যায় না
সহ্যেরও একটা সীমা থাকে
শুধু, সীমা নেই কোন...
ছোবলের... অত্যাচারের... শোষণের।
উদ্যত ফণা দুলে যায় অনবরত
দোদুল্যমান পেন্ডুলামের মত
আর, উদ্ধত ফণার নীচে...
সবাই মিলে ভয়ে কুঁকড়ে থাকি সারাক্ষণ।
আচ্ছা, কেউটের ছোবল কজনকে মারতে পারে?
একজন... দুজন... তিনজন
তারপর, তো সে ফণাহীন... বিষহীন... হেলে মাত্র!