“তোমার কথা হেথা কেহ তো বলে না
করে শুধু মিছে কোলাহল।
সুধাসাগরের তীরেতে বসিয়া
পান করে শুধু হলাহল”।
বড়ো ইচ্ছে ছিলো-
প্রেমে-বিরহে- দুঃখে- সুখে
নিজের আবেগকে – নিজেরই কথার বুনোটে সাজাবো।
সুন্দর করে মনের ভাব প্রকাশ করবো
একান্ত, নিজের মতো করে।
পিতা,
বাধ সাধলে তুমি-
যখনই কোনো কথা রচনা করি
তখনই দেখি-
তুমি তা বলে দিয়েছো অনুপম শব্দবন্ধনে।
নিজের সন্তান-সন্ততিদের জন্য
এতটুকু মমতা নেই তোমার!
এতটাই তুমি হৃদয়হীন!
তোমার কাব্য “সুধাসাগরের তীরেতে বসিয়া”
বড়ো অভিমান হয়-
তাই
তোমার কথাটি বলিতে চাহি না-আর।
তবু,হায়-
ফিরতে হয় বারেবারে-
আশ্রয়ার্থী হয়ে-