নাওয়া খাওয়া মাথায় উঠেছে

সারা দিন রাত
তন্নতন্ন করে
শুধু, খুঁজেই চলেছি,
কুলুঙ্গি থেকে তোরঙ্গ
মধ্যবয়স থেকে জন্মক্ষণ অবধি-  

হাতড়ে চলেছি,  
প্রতিটা বিগত অতীত
ফেলে আসা সব পুঙ্খানুপুঙ্খ

ক্ষয়ে যাওয়া হলদেটে
সেই সাত রাজার ধন
একমাত্র, প্রামাণ্য নথিটার হদিস মেলে যদি!      

রাজা নির্বিকার
মনে থাকার কথা নয়, তাঁর  
শুধু,
অভিজ্ঞান খুইয়ে  
পরিচয় হারিয়ে
ঠিকানাবিহীন পথে পথে

হতভাগিনী শকুন্তলা আজ; অস্তিত্বরক্ষার ঘোর সংকটে