(শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করতে চাই বরণীয় কবি ও গল্পকার সা’দাত হাসান মান্টো-কে)
আঘাতে আঘাতে রক্তাক্ত এক কবিহৃদয়
আহতহৃদয় দিয়েই এঁকে চলেন কবি; ছবিসব শবছবি
অস্থির সে সময়কাল
অন্ধকার নয় যেন ঠিক; আলোও তো ছিল না একতিল
হাড়হিমকরা নৈশব্দের মাঝে
আকাশে বাতাসে থেকে থেকে রক্তসুখস্পর্শের নরপৈশাচিক উল্লাস
ওঁত পেতে থাকা শিকারি মৃত্যুথাবায়
শুধু প্রহর গুণে যাওয়া অহরহ বিভীষিকাময়
শুধু কান খাড়া করে থাকা দুরু দুরু বুকে
অবিচল অবিশ্বাস আর ঘোর উৎকণ্ঠায়
চরম আঘাত হানা দিতে পারে যে কোন সময়;
কাছের অথবা দূরের; আততায়ী হতে পারে যে কেউই!
নিজদেশ; সে যে বড়ো মায়ার
অভিবাসন নিজদেশে! সে বড়ো যন্ত্রণার!
ছিন্নভিন্ন মানবদেহের মতো টুকরো টুকরো রক্তমাখা
শব্দবন্দী করে চলেন কবি সময়ের যুগযন্ত্রণাটিকে, বড়ো নির্মোহে
পৃথিবীর কোথাও না কোথাও; আজও
ঘটে চলেছে রক্তপাত এমন অবাধ
নির্বিবাদী ভাগাভাগির লুটপাট-
আঘাত বয়ে বয়ে যন্ত্রণা সয়ে সয়ে
আহতহৃদয়ে তাই; কবি আজও বড়ো প্রাসঙ্গিক