অখন্ড ঐক্য ভেঙে দেওয়া হলো অতঃপর
বিভেদের ষড়যন্ত্রে ভাই ভাই সব, হয়ে গেলাম পর
প্রতিদিনের মৈত্রীর গলাগলি
বদলে হলো
রোজকার বিভেদের কোলাকুলি
তারও অনেকদিন পর
অনেক পথ হাঁটার পর-
এই মহামিলনের সম্মিলিত নদীধারা
বলো তো,
এমন অসম্ভব, সম্ভব করলো কারা!
সমাজের কোনো নামজাদা, নামধারী কি, তারা!
মোটেও না,
তবে,কারা এই কারিগর
কাদের এমন
অসাধ্য সাধনের ফ্রেম বন্দী ছবি!
তারা যে,
প্রচারের আলোর অপর পারে
অন্ধকার প্রাচীরে
সবার অলক্ষ্যে বেড়ে ওঠা,
সাধারণ সাদামাটা
একদল আটপৌরে কবি-