মধ্যাহ্নের উজ্জ্বল আলোকেও আতস কাঁচটাকে হাতছাড়া করি না। প্রিয় কবি, শত ব্যস্ততাতেও তোমার কবিতাই আমার প্রথম প্রাধান্য। পরখ করি একে একে কবিতার ভাব-ভাষা-শব্দ-ছন্দ। সম্পূর্ণরূপে পরিস্ফুট করতে চাই আপনার ভাবনাটিকে। আমার অন্তর্ভেদী দৃষ্টি, আবরণ ভেদ করে একে একে, ত্বক-মেদ-রক্ত-মাংস। সমর্থ হই পৌঁছোতে, আপনার ভাবনার উৎসভূমিতে!
অবশেষে মুখোমুখি; উফ!কি বীভৎস নরকঙ্কাল!
কনেদেখা আলোয় তাকে ভালোলেগেছিল। ভালোবেসেছিলাম... কতক দেখে; কতক না দেখে !