পরী যদি স্বপ্ন হয়
পিশাচ তবে দুঃস্বপ্ন
একজন যদি হয় স্নিগ্ধ রূপকথা
অন্যজন তবে বিভীষিকাময় প্রেতপুরী
কটু গন্ধ হোক
কিংবা মৃদু ভাষ
স্বচ্ছ নির্মল হোক
কিংবা পংকিল পূতিগন্ধময়
প্রত্যেকটা উপস্থিতি জানান দেয়
তার আপন বৈশিষ্ট্যে,
প্রকাশ পায়,তার নিজস্ব প্রকাশনায়
তাহলে, অ্যাসিম্পটোমেটিক আর নতুন কি!
ধোঁকা তো আর এই প্রথম নয়