হন্যে হয়ে,
সারা আকাশ তোলপাড় করে  
খোঁজাখুঁজি তো কম হলো না-
তবু, পৃথিবীর এই মায়াময় আঁচল ছাড়া  
অন্য কোত্থাও তো প্রাণের ‌
আর কোনো হদিস মিললো না!  
তাহলে,
প্রাণহীন নিথর দেহের বুকে প্রাণ ফিরে পেতে-
আকুল এ দুচোখ কেন শুধু,
আকাশের দিকেই চেয়ে থাকে, প্রত্যাশায়!

নতুন প্রাণ এসেছে এক, সদ্য
খালি কাঁদে, এমনকি
পেট ভরে খাইয়ে দিলে, তবুও-
হয়তো পৃথিবীর বুকে  
আপন প্রাণের অস্তিত্ব বোঝানোর প্রাণপণ চেষ্টা, তার

প্রাণসন্ধানী চোখ আমার
আকাশ থেকে নেমে
চোখে চোখ রাখলো তার দিকে;
দেখি, কচি কচি হাত পা ছুঁড়ে  
অনন্ত সে প্রাণ ডাকছে ইশারায়,
"কিগো, কোলে নেবে না আমায়!"