সহজ কাজের সুবিধে অনেক
কাজ করা যায় কম আয়াসে!

শক্ত কাজ
গেরো বেঁধে বেঁধে সরিয়ে রাখি তাই,  
কাল করবো বলে!

কালে কালে  
উৎখাত হল কতো জীবন
বিনা আয়াসের জীবন চেয়ে!

নরম মাটি খুঁজতে চেয়ে
স্রোতহীন হলো কত তেজস্বিনী স্রোতস্বিনী!

শুধু,
পাহাড়ের কঠিন পাথুরে বুকে
আজও টিকে আছে  
কেবল পরিশ্রমী গাছেদের সারি!