রিসাইক্লিংএ পৃথিবী চলছে-

দেখোনা,

গাছের বর্জে প্রাণী প্রতিপালিত
আর, প্রাণীর পরিত্যক্ত; গাছের প্রাণবায়ু-

এতো আড়ম্বরে অভিষিক্ত যে,
আনকোরা নতুন বছর-
ক'দিন যেতে না যেতেই,
সেই, আবার বস্তাপচা পুরোনো

একটু আধটু অদলবদল ঘটিয়ে
আদ্যিকালের ফ্যাশন সব
ফিরে ফিরে আসে,
হালফ্যাশনের হালখাতায় নতুন নাম লিখিয়ে

নিত্য অনিত্যে
এই; নতুনের পুরোনো হয়ে যাওয়া
এই আবার; সেই পুরোনোর ফিরে আসা, নতুনরূপে

একেবারে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া
কিংবা,বরাবরের মতো বাতিল নয় তো, কিছুই

তবুও, অপছন্দ; উপেক্ষা-

উপেক্ষার আর কিই বা জবাব;এড়িয়ে চলা ছাড়া

অপছন্দে বাতিল আমি, তোমার কাছে
বাতিল আমি, অন্য কারোর নতুন সম্ভাবনা-