চাওয়া//

হাজিরার খাতাটাকে
বসের আগে ধরতে পারলেই...  
পানিপথের চতুর্থ যুদ্ধে জয়!  

পাওয়া//

পদোন্নতি ঘটেছে ধুলোর
বুক ভ’রে শ্বাস নেবো
নাকটাকে যে কোথায় লুকোই!

রওয়া//

ভালোই আছি!
আশা করি...তুমিও!