শুকতারার কাছে সূর্যের আলো আশা করা বৃথা
তার চেয়ে বরং একটু অপেক্ষাই করি... সকালের
ভীরুর কাছে প্রতিবাদ আশা করা বৃথা
তার চেয়ে বরং একটু অপেক্ষাই করি... সাহসের
ততক্ষণ নিঃশব্দ- প্রতীক্ষায় থাকে শব্দের; প্রতিবাদের
ততক্ষণ অন্ধকার- প্রত্যাশায় থাকে আলোর; মুক্তির
অন্ধকারের পরে আলো আসে;
শুধু, গভীর হতাশা
ফাঁস বুনে বুনে ডুবে যায় গাঢ় অন্ধকারে
বড় অধৈর্য হয়ে পড়ে অন্ধকার পেরোনোর কঠিন পথে
আর একটু পথ... সকাল আর বাকি নেই বেশি
আশার আলো উঁকি দিল বলে