ক্রমাগত তিরস্কার করে
নতুন কি প্রমাণ করতে চাইছো?
তুমিই যে অধিকতর যোগ্য, তা তো মেনেই নিয়েছি
অনেক কাল আগে;
চাপ অসমান হলেই বাতাসের চলাচল;
সমান হলেই অসহ্য গুমোট।
আমার কমটা কমই থাক
তোমার সমান হতে চাই না কোনোদিন
ভালোবাসার প্রবাহটা
জারি থাকুক অন্তত; আমার দিক থেকে।