প্যারাসিটামল চমতকার কাজ দেয়
জ্বর কমে যায় তৎক্ষণাৎ!
তবু ঘুরে ফিরে আসে সে
দেখা করে যায় নিয়মিত, সকাল-সন্ধ্যায়-
জ্বর নাকি কোন রোগ নয়; উপসর্গ মাত্র
আড়ালে কল কাঠি নাড়ে অন্য কেউ
অসহিষ্ণুতা প্রকাশ মাত্র
প্রতিফলন হাজারো সমস্যার
রোগের শিকড় নিশ্চিন্তে ডালপালা মেলে
বেড়ে চলেছে মাটির গভীর অন্তরালে