বড়ো অপেক্ষায়
বড়ো প্রত্যাশায়
বহু প্রতীক্ষিত একটা দিন আসে
তবু... আজ
মন বড়ো বিষাদময়
অপূর্ণ রয়ে যায় কত স্বপ্নের উড়ান!
তবু
অসাধারণ এই দিনটাকেই আঁকড়ে ধরা
অতি সাধারণের স্বপ্ন দেখা... দুচোখ জুড়ে
এক আকাশ...
স্বপ্ন পূরণ-সাধ পূরণের প্রত্যাশায়...