আজ যে জীবনটাকে ভরিয়ে রেখেছে
কাল যে... সে চলেই যাবে...
জীবনের এটাই নিয়ম
শূন্য কখনো শূন্য থাকে না
অন্য কেউ, অন্য কিছু দিয়ে শূন্যস্থান ভরাট করে চলেছে; অনবরত
ঝরা মুকুলের শূন্যস্থান...ভরে দেয় সুমিষ্ট ফল
তবু, কে যেন মাথার পাশটিতে; সারাক্ষণ বলে যায়...
“জানো”- আমি যে ছিলাম, ঠিক এই জায়গাটায়।