ক্ষতির মেরামতি ক্ষতিপূরণে
যদিও হাজারো মেরামতি ফিরিয়ে দিতে পারে না
আগের অবস্থায়
না। স্বাভাবিক মৃত্যু ঠিক ক্ষতি নয়
সেটা তো নিশ্চিত এবং নিতান্তই প্রাকৃতিক
সময় মেরামতি করে দেবে সে ক্ষতিপূরণ
দূরবর্তী কোনো এক দিনে
পরবর্তী কোনো এক প্রজন্মে-
কিন্তু,
যে মৃত্যু ঘটানো হয়
যে সম্মান নষ্ট করা যায়
বলপূর্বক কিংবা ছলাকলায়
জীবন্মৃত করে রেখে দেওয়ার
অন্যায় যে চেষ্টা;জীবদ্দশায়
সে ক্ষতি তো....
ভালোবাসা নিয়ে শুধু,
কথার কথা বলে যাই আমরা
পাতার পর পাতা ভরাই, শুধু শুধু-
কিন্তু, তলে তলে চর্চা করি,
শুধুমাত্র, জবরদখলের একচেটিয়া অধিকার নিয়ে
লোকদেখানো,
শান্তির উড়ন্ত সাদা পায়রা ওড়াই বটে,
কিন্তু তার এক পায়ে, দৌত্যের শান্তি বার্তা
আর অন্য পায়ে,
প্রস্তুতির ছুরিকাঘাতের গোপন অভিলাষ
যুদ্ধ তো অনিবার্য
কুরুক্ষেত্রের পর কুরুক্ষেত্র ঘটে যায়
আর,ক্ষতির পরে ক্ষতি জমে, পাহাড় তৈরি হয়
ক্ষতির মেরামতি ক্ষতিপূরণে
যদিও সমস্ত ক্ষতি ঠিক, মেরামতযোগ্য নয়