প্রাপ্তিতে মন এত উচ্ছল
অপ্রাপ্তিতে বিষণ্ণ
প্রত্যাশা তো ছিলই!
চাষ, প্রত্যাশা করে ফসলের
আকাশকুসুম তো কিছু না!
ছিল তো রোপণের নিবিড় প্রচেষ্টা
রক্ষণাবেক্ষণের নিরবিচ্ছিন্ন ইতিকথা
তবু, ফলনের প্রতীক্ষাটাই-
মিথ্যে হয়ে গেল একেবারে!
আসলে, জীবন ঠিক দুইয়ে দুইয়ে চার হবার নয়
কিছু অনিশ্চিত অনুষঙ্গ কাজ করে যায় সবসময়;
তাইতো, চোখে চোখে রেখেও-
সুবোধ ছেলে বিগড়ে যায় মাঝপথে
আর, ভরা মাঠ;
খাঁ খাঁ করে অপ্রত্যাশিত অসার চিটে ধানে!