সব কথা কি প্রকাশের উদযাপনের জন্যে?
কিছুটা না হয়! থাক না সযত্নে, সঙ্গোপনে
অপ্রকাশিত মুখ বন্ধ খামে! চাপা দেওয়া দিনলিপির পাতায়
আবরণের আড়াল নিয়ে
থাক না কিছুটা পরিসর অনাবলোকিত
থাক না কিছুটা ব্যক্তিগত, নিজের মতো!
চড়া আলো, জনারণ্যের ভিড় থেকে শত হাত দূরে
থাকুক না সে নির্জনে, নিজের মাঝে! অনাবিষ্কৃত সাধারণ্যে!