রূপে আর গুণে অসাধারণ মেয়েটি।
চালচুলোহীন ছেলেটিকে বিয়ে করে, দিব্যি ছেলে-মেয়ে নিয়ে সুখে ঘরকন্না করছে।
তা বলে, বাপের বাড়ির কথা ভোলে নি।
বছরের এই সময়টিতে ছেলেমেয়েকে নিয়ে ঠিক আসা চাই-
একদম নিয়ম করে।

বাপ-মাকে ভোলে নি
নিউক্লিয়ার ফ্যামিলির একমাত্র প্রবাসী সন্তানটিও।
সে ও, দেখতে আসে
মায়ের পুজো আর বাপ-মাকেও।
পূর্ণ পরিবারে - পূর্ণতার স্বাদে ঝলমলিয়ে ওঠে - গোটা ঘরটা
খুশিতে, রাতগুলোও দিনের মতো জেগে থাকে
হৈ-হুল্লোড়ে একসঙ্গে কোথা দিয়ে কেটে যায় কটা দিন।
তারপর...
ব্যাগ গুছোনোর পালা  

আবার সুদীর্ঘ অপেক্ষায়... দিনগোনা
শব্দহীন...নিদ্রাবিহীন... রাতেদের সাথে।