বহু প্রতীক্ষিত কবি সম্মিলন, আগামীকাল
আর আজ,
বারোই আগস্ট, বিকেল তিনটের মেঘলা সময়কাল
এইমাত্র যে উড়োজাহাজটা
আমার মন্দকপালের ওপর
একরাশ কালো ছায়া ছিটিয়ে উড়ে চলেছে...
আমি নিশ্চিত
ওটার গন্তব্য,
আমার বহুদিনের যত্নে লালিত আগরতলার আনন্দপুরী
টিকিট ক্যানসেল করার সুযোগই পাইনি,
আমারই বুক করা সিটখানি
ওই এরোপ্লেনের বুকে খালি পড়ে আছে এখনও
দায়িত্বের অভিঘাতে স্বপ্ন ধরাশায়ী
কর্তব্যের কুঠারাঘাতে কাব্যের অপমৃত্যু
বিশ্বাসঘাতকের তকমা শুধু,
মীরজাফরের ওপরে কেন?
ভাগ্য কি আর, কম যায় কিছু!