টোপের কাছে মানবিকতা আশা করছেন!
বড়ো নিপাট ভালোমানুষ আপনারা-
অজানা তো নয়
বড়শির তীক্ষ্ণ, ধারালো জন্মবৃত্তান্ত
টোপে বিদ্ধ
রক্তাক্ত মুখ
জীবন যন্ত্রণায় ছটফট করে যখন, সারা পুকুর জুড়ে-
সাফল্যের চুড়োয় বসে,
উৎসুক শিকারী তখন
বিড়ির সুখটান দেয়, মজলিসী মৌতাতে
নিপাট বন্ধুত্বের কপট টোপ;
আড়কাঠির কৌশলী জালে
বিদ্ধ হলো কতো অপাপবিদ্ধা
আনারসের রসালো টোপ
অমন লোলুপ দৃষ্টিপথেরই এক, সর্বশেষ উদ্ভাবনী
কোনো আবেদনেই আজ আর
শুভবোধ জাগবে না,
জাগবে না, ওদের, মানবিক বোধ আর কোনোদিনও-
কাজ এখন একটাই; অন্তত মানুষ হিসেবে
শয়তানি ঘিলু দিয়ে তৈরি,কুচক্রী ওই মাথাটাকে,
সজোরে নিক্ষেপ করা
ক্ষিপ্ত পায়ের তলায়,
বাদবাকি কাজে
ভুলচুক করবে না একটুও,
সন্তানসম্ভবা মৃত মায়ের স্বজন হারানো প্রিয়জন