গোনাগুনতি বাঁধা মাস মাইনের ওপর
বাড়তি বোনাসে, হঠাৎ স্বাচ্ছন্দ্য!
বেশ একটা খুশি খুশি ভাব, চারিয়ে উঠছে মনের মধ্যে-
সম্পদ যে সুখপ্রদায়ী
অস্বীকার করি কি করে, সে কথা!
সুখপ্রদায়িনী মা-কে তাই, সাজাই
মনের সুখে, বৈভব বিভায়-
ঢল নেমেছে আজ পথে-
তবে, সবটুকুই যে সচ্ছলের-আনন্দের, তা, বলি কি করে!
দেখে যদিও বোঝার যো নেই
আলাদা করা যায় না, ভিড়ের মধ্যে-
জনজোয়ারে হেঁটে চলেছে...ওই, ওই যে এক কপর্দকশূন্য!
কাজ নেই যার
যে খুইয়েছে তার, একমাত্র রুজি-রোজগার
তবু... তবুও, সে সামিল সবার সঙ্গে, আনন্দযাত্রায়, হাসিমুখে-
সর্বজনীন আনন্দপ্রদায়ী মা
খুব একটা সুখে নেই, তিনিও-
তবু,আঁচলের খুঁটে গিঁট বেঁধে, সমস্ত অভাব-
কুলুঙ্গিতে তুলে রেখে, যাবতীয় না পাওয়া নিত্ত নৈমিত্তিক
তিনি এসেছেন-
সন্তানের সঙ্গে,
পরিবারের সব্বার সাথে,
পাওয়া-না পাওয়ার, সকল সুখ-দুঃখ ভাগ করে নিতে, হাসিমুখে-