এক্সটেনশন পেয়েছে গ্রীষ্মকাল
ঝরঝর ঝরে, সুরবাহারে; আনন্দমাস হয়ে উঠলো না আষাঢ়!
দরজা জানলা ভালো করে এঁটে, এসি-টা চালিয়ে দিলাম
রিমোটের বোতামে বেছে নিই খুশি মতন; শরত-হেমন্ত-শীত-বসন্ত
বর্ষার কোন অপশন নেই; আকাশ ছাড়া!
সুখ কেনা যায়
গায়ের জোরে পাওয়া যায় উৎপীড়নসুখ
ধৃষ্টতা বরদাস্ত করে না আকাশ
আকাশ অথবা আনন্দ কেউই আজ্ঞাবহ নয়! অপেক্ষা করতে হয়; প্রার্থনায়