অপটু হাত। ছোট্ট যান। নড়বড়ে চাকা  
গড়ায় কম। গড়িয়ে পড়ে বেশি  
সওয়ারি গড়াগড়ি যান
তবুও নির্মল আনন্দ অবিরাম; রথ এলেই,  
রথ এলেই, আগল খুলে
ছেলে-বুড়ো-জোয়ান,
ঘরকুনো গৃহস্থমন ভ্রমণসঙ্গী
চলমান শৈশবের রাজপথে