জগত সংসারে কজনেই বা খ্যাতনামা!
কজনেই বা আকাশের বুকে জ্বলজ্বল করে শুকতারা... ধ্রুবতারা... নাম নিয়ে
আকাশের কোলে অগণিত আলোককণা। নামহীন... অনুজ্জ্বল।
তবুও, তাদের দীপ্ত আলোয় ব্যাপ্ত চরাচর
আচ্ছা, বসন্ত মানেই কি শুধু, শিমুল...পলাশ!
বসন্ত রাজার মুকুটে, ফুটে আছে কত ফুল! অনামা... অচেনা!
সারণীর প্রথমকেই কেবল মনে রাখে লোকে
বাকি সব; জনঅরণ্যের ভিড়ে... গড়পড়তায়
তবু, গান গাওয়া তো প্রাণের দোলায়!
দুকূল জাগানো প্লাবন থামানো যায় না। প্রাণপণ চেষ্টা করেও!
কেউ, তারে মনে রাখলো কি না?
নাম ধরে...আদর করে...কাছে ডেকে বসালো কি না?
সে, কি তা মনে রাখে?
তাকে যে চলায় পেয়েছে... সে তো চলবেই...
ভালোবাসলে ভালো। না ভালোবাসলেও... তাকে, বসিয়ে রাখা যায় না যে!